ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: ১৮:২৩, ৯ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়কের ডান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় রামেরখোলায় সোমবার সকাল সোয়া ৯টায় বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত রিফাত আহম্মেদ(১২) নিহত হয়েছে। তাকে বহনকারী রিক্সা চালককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবাদে উত্তেজিত জনতা মহাসড়কের উক্ত স্থানে ব্যারিকেটে সৃষ্টি করে ৫/৭টি যান ভাংচুর করেছে। এতে যান চলাচল বন্ধ হয়েগেছে। সৃষ্টি হয়েছে যানটের। রিফাত রাজানগেরর তেঘুরয়া গ্রামে রিপন আহম্মেদ পুত্র। সে রিক্সায় করে বাড়ি থেকে কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে পেছন থেকে বাসটি চাপা দেয়। এতে রিক্সটি চূর্নবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই রিফাত প্রাণ হারায়। ঘাতক স্বাধীন পরিবহনের মাওয়াগামী বাসটি পালিয়ে গেছে। রিফাত রাজানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, পুুিলশ উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কটি সচল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে ১০টা পর্মন্ত হাসড়কটি বন্ধ ছিল। এতে অন্যান জেএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে সমস্যায় পরতে হয়।
×