ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার জয় ২০৮ রানে

প্রকাশিত: ১৯:২২, ৯ নভেম্বর ২০১৫

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার জয় ২০৮ রানে

অনলাইন ডেস্ক॥ ব্রিসবেনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই নিউজিল্যন্ড ২৯৫ রানে অলআউট হলে অস্টেলিয়া প্রথম টেস্টে ২০৮ রানে জয়লাভ করে। অস্ট্রেলিয়া ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে। নিউজিল্যান্ডের বোলাররা ১ম ও ২য় ইনিংসে অস্ট্রেলিয়ার চারজনের বেশি ব্যাটসম্যান আউট করতে পারেনি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৫৬ রানে ইনিংস ঘোষনা করে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়ে ২৬৪ রানে ইনিংস ঘোষনা করে। অপর দিকে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ রানে এবং দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস খেলে ১৩২. ২ ওভার। প্রতি ওভারে তাদের রানরেট ছিল ৪.২৬। ২য় ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ৪২ ওভার খেলে ২৬৪ রান করে, এই ইনিংতে ওভারপ্রতি তাদের রানরেট ছিল ৬.২৮। অপর দিকে নিউজিল্যান্ড ১ম ইনিংসে প্রতি ওভারে রান ছিল ৩.৮৫ ও ২য় ইনিংসে ওপারপ্রতি রান ‍৩.৩৩। নিউজিল্যান্ড প্রথম ইনিং খেলে ৮২.২ ওভার ২য় ইনিংস খেলে ৪৪.৩ ওভার। অস্ট্রেলিয়ার দুই ইনিংসে ৪ সেঞ্চুরি অপর দিকে নিউজিল্যান্ডের ১ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার অপেনার ব্যাটসম্যান ওয়ার্নার ১ম ইনিংসে ১৬৩ ও ২য় ইনিংসে ১১৬ রানের সুবাদে ১ম টেস্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন।
×