ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালালো ভারত

প্রকাশিত: ১৯:৫৯, ৯ নভেম্বর ২০১৫

দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালালো ভারত

অনলাইন ডেস্ক ॥ পারমাণবিক বোমা বহনে সক্ষম দূরপাল্লার ‘অগ্নি-৪’ নামের একটি ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। আজ সোমবার বঙ্গোপসাগরের তীরবর্তী উড়িষ্যা উপকূলে এ পরীক্ষা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। চার হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপনাস্ত্রটির এ নিয়ে তিনবার পরীক্ষা চালানো হলো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড’র (এসএফসি) তত্ত্বাবধানে পরীক্ষাটি চালানো হয়। অগ্নি-৪’র পরীক্ষা চালানো ছাড়াও এর আগে অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ ও পৃথ্বি’র পরীক্ষা চালায় ভারত।
×