ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় নদী ভাঙ্গনে হুমকির মুখে বিদ্যালয়

প্রকাশিত: ২১:৩২, ৯ নভেম্বর ২০১৫

নেত্রকোনায় নদী ভাঙ্গনে হুমকির মুখে বিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠটি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জানা গেছে, সাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী। পাহাড় থেকে নেমে আসা এ নদী দিয়ে পাহাড়ী ঢল প্রবাহিত হয়। ফলে সারাবছরই ভাঙন থাকে। বর্ষায় এবং বর্ষার পানি নেমে যাবার সময় ভাঙন তীব্র আকার ধারণ করে। গত প্রায় পাঁচ বছরের ভাঙনে বিদ্যালয়ের খেলার মাঠটির বিস্তীর্ণ অংশ নদীগর্ভে হারিয়ে গেছে। এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের একমাত্র ভবনটি এবং এর কাছেই অবস্থিত একটি মসজিদ।
×