ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলঢাকা পৌরসভার উদ্বুদ্ধকরন কর্মশালা

প্রকাশিত: ২২:২৯, ৯ নভেম্বর ২০১৫

জলঢাকা পৌরসভার উদ্বুদ্ধকরন কর্মশালা

স্টাফরির্পোটার,নীলফামারী॥ পৌরসভার সার্বিক উন্নয়নে পৌরবাসীর সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর জলঢাকায়। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জলঢাকা পৌরসভার কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিউনিসিপ্যাল গভার্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্টের সহযোগীতায় (এমজিএসপি) ও রিজিয়নাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট এলজিইডি,রংপুর ও জলঢাকা পৌরসভা এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডি ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক আফজাল হোসেন । বিশেষ অতিথি ছিলেন এলজিইডি রংপুর বিভাগের উপপরিচালক মাসুদুল আলম, এলজিইডি রংপুরের সহকারি পরিচালক আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে জলঢাকা পৌরসভার প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায়,জলঢাকা পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর সহ পৌর এলাকার শতাধিক নাগরিকগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন পৌর সচিব আশরাফুজ্জামান।
×