ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রকাশিত: ২২:৫২, ৯ নভেম্বর ২০১৫

অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে অব্যাহত দরপতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা আবারো প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সামনে মানববন্ধন করেছেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ডিএসই’র সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অনতিবিলম্বে পুঁজিবাজার স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংকসহ বাজার সংশ্লিষ্টদের কাছে দাবি জানানো হয়। বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ. কে. এম. মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, ২০১০ সালের মার্কেট ধ্বসের সময় আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৎকালীন চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করেছি। তারা আরও বলেন, আমরা চাই পুঁজিবাজার গতিশীল হোক। লক্ষ লক্ষ বিনিয়োগকারী আজ পুঁজি হারিয়ে পথে বসে গেছে। পুঁজিবাজার ঠিক না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
×