ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিদেশী মদসহ কনফেকশনারী দোকানী আটক

প্রকাশিত: ২৩:১৯, ৯ নভেম্বর ২০১৫

নওগাঁয় বিদেশী মদসহ কনফেকশনারী দোকানী আটক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার দিনগত রাতে শহরের মাংসহাটির মোড়ে আফজাল ষ্টোর নামে কনফেকশনারী দোকানে তল্লাশী চালিয়ে ১৯ বোতল বিদেশী মদ ও ৪৮ ক্যান ‘বেলজিয়ান বিয়ার’ উদ্ধার করেছে টাস্কফোর্স। এসময় দোকান মালিক মিঠু হোসেন (২৩)কে আটক করা হয়। সেখানে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট একেএম হেদায়েতুল ইসলামের ভ্রাম্যমান আদালতে সোপর্দ্দ করা হলে আদালত রাত ৮টায় তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। রাতেই তাকে জেল হাজতে পাঠানো হয়। মিঠু শহরের খাস-নওগাঁ মহল্লার ইদুর বটতলী এলাকার মৃত জসিম উদ্দিনের পুত্র। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিস পৃথক অভিযান চালিয়ে শহরের আরজী-নওগাঁ মহল্লার আফজাল হোসেন মৃধার পুত্র সেলিম মৃধার (৩২) বাড়িতে অভিযান চালিয়ে ১২৮ বোতল (১২দশমিক ৮শ’লিটার) রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করেছে। তাদের উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। পৃথক দু’টি ঘটনায় উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার টাকা বলে এডি নাজিউর রহমান জানিয়েছেন।
×