ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল সড়কের প্রধান নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আন্দোলন শুরু

প্রকাশিত: ২৩:৪৬, ৯ নভেম্বর ২০১৫

টাঙ্গাইল সড়কের প্রধান নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আন্দোলন শুরু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের চরম উদাসিনতা ও কর্তব্যে অবহেলাকে দায়ী করেছেন জেলার পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা। টাঙ্গাইল সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলমকে অযোগ্য কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে আবারও আন্দোলন শুরু করেছেন তারা। টাঙ্গাইল-নাগরপুর-আরিচা মহাসড়ক, টাঙ্গাইল-বরুহা-পাকুল্যা সড়ক দু’টি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা অটোরিক্সা, অটোটেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন। সোমবার সকালে আন্দোলনকারীরা শহরের বেবীষ্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
×