ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৭ বখাটে যুবককের ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

প্রকাশিত: ০০:১৪, ৯ নভেম্বর ২০১৫

ঝিনাইদহে ৭ বখাটে যুবককের ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ ঝিনাইদহে শহরের সরকারী বালিকা বিদ্যালয় জেএসসি কেন্দ্রে ইভটিজিং এর দায়ে ৭ বখাটে যুবককে প্রত্যেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডে প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে সরকারী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, জেএসসি পরীক্ষা শুরু হওয়ার সময় ৭ বখাটে যুবক একত্রিত হয়ে মেয়েদেরকে উত্তাক্ত করছিল। এমন খবরের ভিত্তিতে ওই স্থানে গিয়ে ৭ বখাটে যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের ওয়াজ্জেল হোসেনের ছেলে রাকিবুল হোসেন (১৭) একই গ্রামের উসমান আলীর ছেলে সোহাগ হোসেন (২০), হুজুর আলীর ছেলে মমিন হোসেন (১৭), আব্দুল হাইয়ের ছেলে হৃদয় হোসেন (১৭), বাবুল আক্তারের ছেলে অভি হোসেন (১৮), চাঁদপুর গ্রামের মোরাদ বিশ্বাসের ছেলে শাকিল হোসেন (১৮) ও ভাটই বাজারের রহমানের ছেলে রনি হোসেন (১৭)। ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) উসমান গণি জানান, ইভটিজিং এর দায়ে দন্ডবিধি- ৫০৯ ধারা মোতাবেক প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
×