ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০১:৩৮, ৯ নভেম্বর ২০১৫

ময়মনসিংহে শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক ॥ ময়মনসিংহে শিশু ফরহাদ হত্যা মামলার রায়ে ছয়জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে একনারীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জহিরুল কবির এ রায় ঘোষণা করেন। খবর বাসসের। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের সাহেব আলী (৩০), তার পিতা আব্দুল কুদ্দুস (৫০), মো. জুয়েল (৩০), তার পিতা ইব্রাহিম (৫০), আব্দুল মজিদ মধু (৬৫) ও মোন্তাজ আলী (৬০)। এ ছাড়া রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সাহেব আলীর মাতা ও আব্দুল কুদ্দুসের স্ত্রী কমলা খাতুনকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০১০ সালের ৪ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর শিশুপুত্র ফরহাদ (৮) কে একই গ্রামের আব্দুল কুদ্দুস ও তার সহযোগিরা অপহরণের পর হত্যা করে। ঘটনার তিনদিন পর হাত-পা কাটা ও বস্তাবন্দি অবস্থায় একই গ্রামের পুকুর পাড় মাটির গর্ত থেকে আইয়ুব আলীর শিশুপুত্র ফরহাদের লাশ উদ্ধার করা হয়। পরে ফরহাদের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক ওমর আলী ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষন শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
×