ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কর আদায়ে হয়রানি বন্ধে ব্যবস্থা নেবে এনবিআর

প্রকাশিত: ০১:৫৯, ৯ নভেম্বর ২০১৫

কর আদায়ে হয়রানি বন্ধে ব্যবস্থা নেবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর আদায়ে সব ধরনের হয়রানি বন্ধে ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ব্যবসায়িরা কোন প্রকার লুকোচুরি ছাড়াই যথাযথ কর প্রদান করবে। সোমবার রাজধানীর মতিছিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত ‘পার্টনারশিপ ডায়ালগ’এ করদাতা ও করগ্রহীতারা এ সমঝোতায় পৌঁছান। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) উদ্যোগে আয়োজিত এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, পারভেজ ইকবাল ও এনায়েত হোসেন, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক ও ব্যববসায়ি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় ব্যবসায়িরা বিভিন্ন কর আদায়ের নামে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের হয়রানির কথা উল্লেখ করেন। একইসাথে তারা পোশাক, অ্যালুমিনিয়াম, স্টিল, কাগজসহ বিভিন্ন খাতে করনীতি পুনর্বিবেচনার আহ্বান জানান। জবাবে এনবিআর চেয়ারম্যান নজিবুর বলেন, হয়রানির সংস্কৃতির অচিরেই অবসান ঘটানো হবে। তিনি জানান, নতুন উদ্যমে কাজ শুরু করলেও এনবিআরের কিছু কর্মকর্তা এখন পুরোনো মানসিকতা ধারণ করছেন। এ ধরনের যারা বিভ্রান্ত তাদের সতর্কবাণী জানানো হবে। তিনি আরও বলেস, ব্যবসায়ি ও এনবিআর সম্পর্ক হওয়া উচিত হাতের সাথে মোজার মত। এজন্যই এ ধরনের ডায়ালগ জরুরি। মাতলুব আহমাদ বলেন, ১ টাকা ভ্যাট দেয়ার জন্য ৩ টাকা খরচ দিতে হয় সে ভ্যাট আমরা দিতে চাই না। ভ্যাট হয়ত অনেক সময় আমারাই দিই না। তবে সে জন্য আমরা অচ্ছুৎ হয়ে যাব না। আমাদের শেখান কিভাবে ভ্যাট দিতে হয়। তিসি কর আদায়ে সমস্যা নিরসনে এনবিআরের কাছে ৩টি প্রস্তাব উত্থাপন করেন। এগুলো হল- এফবিসিসিআই দপ্তরে এনবিআর ডেস্ক স্থাপন করা, যৌথভাবে করমেলা আয়োজন করা ও ব্যবাসয়িদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। নজিবুর এ প্রস্তাবগুলো গ্রহণ করে এফবিসিসিআইকে এনবিআরের প্রস্তাবিত ভ্যাট, ট্যাক্স ও কাস্টম সংক্রান্ত থিমেটিক গ্রুপে যোগ দেয়ার আহ্বান জানান।
×