ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম হার রিয়ালের, শীর্ষে বার্সিলোনা

প্রকাশিত: ০৩:১৫, ৯ নভেম্বর ২০১৫

প্রথম হার রিয়ালের, শীর্ষে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও চমক দেখালো সেভিয়া। চ্যাম্পিয়ন বার্সিলোনা ‘বধ’ করার পর এবার আরেক পরাশক্তি রিয়াল মাদ্রিদকেও মাটিতে নামিয়েছে তারা। রবিবার রাতে স্প্যানিশ লা লীগার ম্যাচে পিছিয়ে পড়েও সেভিয়া ৩-২ গোলে পরাজিত করে অতিথি রিয়ালকে। এটি চলমান লীগে গ্যালাক্টিকোদের প্রথম হার। এর আগে আরেকবার নেইমার ও লুইস সুয়ারেজের জাদুকরী পারফরমেন্সে ভর করে বার্সিলোনা ৩-০ গোলে হারায় ভিয়ারিয়ালকে। লিওনেল মেসিকে ছাড়া এই জয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্সে পৌঁছে গেছে ক্যাটালানরা। ম্যাচটির আগে শীর্ষস্থান ছিল রিয়ালের। কিন্তু তারা হার মানায় ও নিজেদের ম্যাচ জেতায় এখন ১১ ম্যাচ শেষে সর্বোচ্চ ২৭ পয়েন্ট বার্সার। আগের ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল। ২৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা অ্যাটলেটিকো নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং গিজনকে। আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে হারিয়েছে এস্পানিওলকে।
×