ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীনি আউট, মহাখুশি কামাল

প্রকাশিত: ০৩:১৫, ৯ নভেম্বর ২০১৫

শ্রীনি আউট, মহাখুশি কামাল

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হচ্ছে নারায়ণস্বামী শ্রীনিবাসনকে। শ্রীনি এ পদ থেকে আউট হয়ে যাওয়ায় মহাখুশি আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামাল। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দুবছরের জন্য আইসিসির চেয়ারম্যান পদে শ্রীনিবাসনকে নির্বাচিত করা হয়েছিল। তার পরিবর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহর ২০১৬ সালের জুন পর্যন্ত আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। আইসিসির চেয়ারম্যান পদ হারিয়ে শ্রীনিবাসন এখন ক্রিকেটের মাত্র একটি চেয়ারে আসীন। তিনি এখন শুধুই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। মোস্তফা কামাল এ নিয়ে বলেন, ‘আমরা চেয়েছিলাম ফিফা যেমন ফুটবলকে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছে, ক্রিকেটকেও সেভাবে ছড়িয়ে দিতে। চেয়েছিলাম। কিন্তু সে এসে প্রথমেই এসিসিকে বিলুপ্ত করল। উনি চাচ্ছিলেন সবকিছু নিজের কাছে কুক্ষিগত করে রাখতে। আমি মনে করি ক্রিকেট আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। ক্রিকেট বিশ্বায়নে আর কোনও বাধা থাকবে না।’ বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল আরও বলেছেন, ‘এই লোকটি ক্রিকেট উন্নয়নের জন্য বিষফোঁড়ার মতো ছিলো। তার চলে যাওয়ায় ক্রিকেট এখন বিষফোঁড়া মুক্ত হলো। সারা বিশ্বের মানুষ ক্রিকেট ভালোবাসেন। ক্রিকেট গৌরব ও মর্যাদার খেলা, এই খেলায় বিতর্কিত মানুষ থাকা উচিত নয়। আমি যখন ঐ লোকটার বিরুদ্ধে মুখ খুলেছিলাম তখন থেকে সারা পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে।’ মোস্তফা কামাল আরও বলেন, ‘শুধু বিশ্ব ক্রিকেট নয়, আইপিএল কেলেঙ্কারিতেও এ লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেজন্য সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।’
×