ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আজ চট্টগ্রাম যাচ্ছেন

প্রকাশিত: ০৪:৩৮, ১০ নভেম্বর ২০১৫

রাষ্ট্রপতি আজ চট্টগ্রাম যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শন করে তিনি সেখানে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করবেন। প্রায় ১২৭ বছরের পুরনো বৌদ্ধ সম্প্রদায়ের এ উপাসনালয়ে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উৎসব আমেজের সৃষ্টি হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী এই বিহার। নব্বইয়ের দশকে দেশ গণতন্ত্রে উত্তরণের পর এই প্রথম কোন রাষ্ট্রপতি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আসছেন। চট্টগ্রাম নগর পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে বেলা ১১টায় নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে অবতরণ করবেন। দেশে আইএস নেই ॥ বেনজীর স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ র‌্যাপিড এ্যাকশান ব্যাট্যালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বংলাদেশে আইএস সংগঠনের কোন অস্তিত্ব নেই। একটি গোষ্ঠী সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে আইএসের অস্তিত্ব আছে বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, দেশে এখন ভিন্ন আঙ্গিকে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। অতীতের ন্যায় সকলের সহযোগিতায় এ অপতৎপরতা রুখে দেয়া হবে। তিনি সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসে বিভাগীয় কশিশনারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ, রেঞ্জ ডিআইজি এসএম মনির উজ জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, র‌্যাব-৬ খুলনার কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।
×