ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু রিজভীকে প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫৫, ১০ নভেম্বর ২০১৫

শিশু রিজভীকে প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে চার বছরের শিশু আরেফিন ইসলাম রিজভীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে দীর্ঘদিন ধরে দুরারোগ্য মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের রোগে ভুগছে। এ কারণে শিশুটি শারীরিক প্রতিবন্ধিতার দ্বারপ্রান্তে উপনীত হতে চলছে। সে ধানমন্ডির মডার্ন ডায়াগনোস্টিক সেন্টার ও আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার অধ্যাপক ফিরোজ আহমেদ কোরাইশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য এ মাসের মধ্যেই ভারতের ভেলরের সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ নিয়েছেন। এজন্য খরচ হবে প্রায় ১৮ লাখ টাকা। ইতোমধ্যে রিজভীর চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয়েছে। রিজভীর পিতা আসিকুল ইসলাম একটি বেসরকারী টিভি চ্যানেলের সংবাদ বিভাগের ক্যামেরাপার্সন। তার পক্ষে সন্তানের উন্নত চিকিৎসার এই বিপুল অর্থ ব্যয় করা একেবারেই অসম্ভব। ইতোমধ্যে সন্তানের চিকিৎসায় নিঃস্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন সহৃদয় ব্যক্তি রিজভীর চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন ব্যাংক হিসাব নং ০০৭১২১০০৪৬৭২৮১, এক্সিম ব্যাংক লিমিটেড, গুলশান শাখা। অথবা মোবাইল যোগাযোগ ০১৭১৭-৫২৭৮৪০ । ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×