ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেইমারের মধ্যে রোনাল্ডিনহোর ছায়া ॥ এনরিকে

প্রকাশিত: ০৬:০২, ১০ নভেম্বর ২০১৫

নেইমারের মধ্যে রোনাল্ডিনহোর ছায়া ॥ এনরিকে

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তিদের একজন রোনাল্ডিনহো। এখন নিজেকে হারিয়ে খোঁজলেও এক সময়ের পারফর্মেন্সের সৌজন্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ক্যারিয়ারের দীর্ঘ সময় বার্সিলোনাতে খেলেছেন রোনাল্ডিনহো। বর্তমানে এই ক্লাবেরই উজ্জ্বল নক্ষত্র নেইমার। ক্রমেই নিজেকে যিনি মেলে ধরছেন দারুণভাবে। আর ব্রাজিলের বর্তমান তারকা নেইমারের পারফর্মেন্সে মুগ্ধ বার্সিলোনার কোচ লুইস এনরিকে। শুধু তাই নয়, নেইমারের মাঝে রোনাল্ডিনহোরও ছায়া খোঁজে পান তিনি। এ বিষয়ে এক সাক্ষাতকারে কাতালানদের কোচ বলেন, ‘রোনাল্ডিনহোর সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আর আমার এখনও মনে পড়ে যে তাকে দেখার জন্য ম্যাচের আগে কিভাবে অপেক্ষা করতাম। নেইমারের ক্ষেত্রেও এমনটা মনে হয়।’ লিওনেল মেসি দলে নেই। মেসির অনুপস্থিতিতে বাড়তি চাপ নিয়েও প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নেইমার। বাটে বরিসভের পর রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠেও জাদু দেখান তিনি। তাতে শুধু লুইস এনরিকেই নয়, প্রতিপক্ষের কোচও এ মুহূর্তে ‘সেরা’ বলে মেনে নিচ্ছেন নেইমারকে। কেননা নেইমারের দ্বিতীয় গোলটি তো ছিল এক কথায় অসাধারণ। দ্বিতীয়ার্ধের ৮৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে সুয়ারেজকে পাস দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। উরুগুয়ের স্ট্রাইকারের ফিরতি পাস বুক দিয়ে থামিয়ে ডান পায়ে ফ্লিক করে ওপরে তুলে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ৩৬০ ডিগ্রী ঘুরে ওই পায়ের ভলিতেই করেন দর্শনীয় গোলটি। এমন চমৎকার পারফর্মেন্সের পর ভিয়ারিয়াল কোচও ২৩ বছর বয়সী তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো গার্সিয়া বলেন, ‘এই মুহূর্তে লীগে নেইমারই সবচেয়ে কার্যকর স্ট্রাইকার।’ এছাড়া নেইমারের জাদুকরী গোলটির উচ্ছ্বসিত প্রশংসায় মাতেন তারই সতীর্থ সের্হিও বুসকেটস। তিনি বলেন, ‘নেইমারের গোলটি এমন একটি শিল্পকর্ম যা শুধু তার মতো সুপারস্টাররাই করতে পারে।’ মেসির ছিটকে পড়ার পর থেকে লীগ আর চ্যাম্পিয়ন্স লীগ মিলে আট ম্যাচ খেলে ১০ গোল করেছেন নেইমার। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয় গোল। তবে নেইমার এখানেই থেমে থাকতে নারাজ। বরং আরও ভাল পারফর্মেন্স উপহার দিতে চান দলকে।
×