ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার্বিয়ান তারকার মাইলফলকের বছর

প্যারিস মাস্টার্সেও চ্যাম্পিয়ন জোকোভিচ

প্রকাশিত: ০৬:০৫, ১০ নভেম্বর ২০১৫

প্যারিস মাস্টার্সেও চ্যাম্পিয়ন জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য এক মৌসুম কাটালেন নোভাক জোকোভিচ। রবিবার শেষটাও দারুণভাবে উপভোগ করলেন তিনি। পুরনো প্রতিদ্বন্দ্বী এ্যান্ডি মারেকে ফাইনালে ৬-২ এবং ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতেছেন বিশ্বের এক নাম্বার তারকা নোভাক জোকোভিচ। এর মাধ্যমে ২৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা ক্যারিয়ারের অন্যতম সফল একটি বছর শেষ করলেন। এ কারণেই ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে থাকার দাবি করে জোকোভিচ জানিয়ে দিয়েছেন সামনে আরও এগিয়ে যাওয়ার সময় অপেক্ষা করছে তার। এই টুর্নামেন্টটিকে এটিপির নিয়মিত মৌসুমের শেষ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। আর এখানে জয়ের মাধ্যমেই জোকোভিচ রেকর্ড বইয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন। প্রথম খেলোয়াড় হিসেবে একই বছর তিন গ্র্যান্ডসøামের শিরোপার সঙ্গে ছয় মাস্টার্স শিরোপার গর্বিত মালিক এখন তিনি। প্রথম খেলোয়াড় যিনি নয় মাস্টার্স সিরিজের আটটিরই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। একই বছর প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৪ টুর্নামেন্টের ফাইনালে খেলার রেকর্ডও এখন তার দখলে। সব মিলিয়ে জোকোভিচের জয় পরাজয়ের অনুপাত ৭৮ঃ৫। প্রকৃতপক্ষে একজন খেলোয়াড়ের জন্য এর চেয়ে সফল আর মৌসুম হতে পারে না। এখন শুধু বাকি রয়েছে রড লেভার, রজার ফেদেরার, পিট সাম্প্রাসের মতো কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে নিজের নাম যোগ করা। তবে তাদের ধারে কাছে ইতোমধ্যেই অনেকখানি পৌঁছে গেছেন সার্বিয়ান তারকা। রবিবার প্যারিস মাস্টার্সের শিরোপা জিতে আনন্দে উদ্বেলিত জোকোভিচ। মারেকে ফাইনালে হারানোর পর তার সাফল্যের কারণও জানিয়েছেন জোকোভিচ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি চলতি বছর ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানোর পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো শারীরিক ও মানসিকভাবে নিজেকে অনেক পরিণত অনুভব করেছি। অবশ্যই আমারও ক্যারিয়ারে বাজে সময় এসেছে যা থেকে আমি শিক্ষা নিয়েছি। কিভাবে নিজের উন্নতি করা যায়, আরও ভাল খেলা যায় এসবই আমি শেখার চেষ্টা করেছি। আর তারই ফল এই বছর পেয়েছি। আমি বিবাহিত এবং আমার সন্তান রয়েছে। আমি মনে করি ব্যক্তিগত ও পেশাদার জীবনের মধ্যে আমি এমনভাবে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছি যাতে করে নিজেকে এগিয়ে নিতে পারি। ভবিষ্যতে আরও ভাল করার জন্য এখন আমি অনেক বেশি বদ্ধপরিকর।
×