ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২০, ১০ নভেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. আচার, চাটনি, সস প্রভৃতিতে কোনটি ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা যায়? ক) ভিনেগার খ) সরবিট গ) রিপেন ঘ) ইথিলিন ২. ৬ বছর বয়সের পর ছেলেকে কি বলে? ক) শিশু খ) কিশোর গ) বালক ঘ) যুবক ৩. একটি হৃৎস্পন্দন সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে? ক) ০.৫ খ) ০.৬ গ) ০.৭ ঘ) ০.৮ ৪. মাছের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ক) দুই খ) এক গ) তিন ঘ) চার ৫. থ্যালসিমিয়ার প্রধান কারণ কী? ক) রক্তশূন্যতা খ) অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি গ) শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি ঘ) অণুচক্রিকার সংখ্যা হ্রাস ৬. রাবার ক্ষয়প্রাপ্ত হয় কোনটি দ্বারা? ক) জলীয় বাষ্প খ) দুর্বল ক্ষার গ) ওজোন ঘ) দুর্বল এসিড ৭. যে প্রক্রিয়ায় সরলতার জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হয়? র. বিবর্তন রর. অভিব্যক্তি ররর. অভিযোজন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. লেন্সের ক্ষমতার- র. প্রচলিত একক হলো ডাইঅপ্টার রর. এসআই একক হলো রেডিয়াম/মিটার ররর. এসআই একক হলো মিটার/রেডিয়ান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯. প্রাণিজ উৎসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘অ’ পাওয়া যায়- ক) গরুর দুধে খ) যকৃতে গ) ছানায় ঘ) কড মাছে ১০. উৎপত্তিগতভাবে আমিষ কত প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১১. শহরাঞ্চলে পানি দূষণ প্রতিরোধ করা যেতে পারে- র. বাসাবাড়ির ছাদে বৃষ্টির পানি সংগ্রহ করে রর. গ্রাভেল, জাতীয় ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করে ররর. বড় গর্ত বা খাল তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. প্লাস্টিক বিক্রিয়া করে না- র. জলীয়বাষ্পের সঙ্গে রর. অক্সিজেনের সঙ্গে ররর. শক্তিশালী এসিডের সঙ্গে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. কোনটি রক্তরসের কাজ? ক) স্বাস্থ্য ভাল রাখে খ) রক্তে অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে গ) দেহের ভারসাম্য রক্ষা করে ঘ) দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে ১৪. ইউরোনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন- র. তেজস্ক্রিয় পদার্থ রর. জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ররর. শ্বাস-প্রশ্বাস জনিত রোগ সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য যেসব নদী মরে গেছে সেগুলো হলো- র. মরিছাপ রর. হামকুড়া ররর. হরিছর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. রাফেজ কী জাতীয় খাদ্য? ক) প্রোটিন খ) সেলুলোজ গ) লবণ ঘ) শর্করা ১৭. টেস্টটিউব বেবি তৈরির শুক্রাণু ও ডিম্বাণুর মিলন কোথায় ঘটানো হয়? ক) দেহের ভিতরে খ) জরায়ুতে গ) মিলন হয় না ঘ) দেহের বাইরে ১৮. সুমীর বাবার রক্তের গ্রুপ এবি। অসুস্থ অবস্থায় প্রয়োজন তাকে প্রয়োগ করা যাবে- র. এবি গ্রুপের রক্ত রর. এবি গ্রুপের রক্ত ররর. ও গ্রুপের রক্ত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর ১. (ক) ২. (গ) ৩. (ঘ) ৪. (ক) ৫. (ক) ৬. (গ) ৭. (ক) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ক) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ঘ)
×