ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২১, ১০ নভেম্বর ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) বিষয়: বাংলা ২৬। ‘প্রভাতে উদিল রবি লোহিত বরণ’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক) অধিকরণে ৭মী খ) অপাদানে ৭মী গ) করণে ৩য়া ঘ) কর্তায় ৭মী ২৬। ‘মনস্তাপ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) মন+তাপ খ) মনস+তাপ গ) মনঃ+তাপ ঘ) মনো+তাপ ২৭। কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ? ক) গায়েহলুদ খ) চালকুমড়া গ) ছয়ানি ঘ) ছায়াছবি ২৮। ‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে? ক) জিয়া হায়দার খ) সেলিম আল দীন গ) দীনবন্ধু ঘ) ইব্রাহীম খলীল ২৯। ‘কাঁদুনি’ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে ক) কাদ+নি খ) কাঁদো+উনি গ) কাঁদ+ঊনি ঘ) কাঁদ+উনি ৩০। কোনটি শুদ্ধ বানান? ক) বিভীষিকা খ) বিভীষীকা গ) বীভিষিকা ঘ) বীভিষীকা ৩১। ‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা কে? ক) মানিক বন্দ্যোপাধ্যায় খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) নবীনচন্দ্র সেন ঘ) সত্যেন সেন ৩২। কোনটি অনুজ্ঞা? ক) তুমি যাও খ) তুমি গিয়েছিলে গ) তুমি যাচ্ছিলে ঘ) তুমি যাচ্ছ ৩৩। যার আগমনে কোন তিথি নেইÑ এককথায় কী? ক) ভিখারী খ) অতিথি গ) শরণার্থী ঘ) একাদশে বৃহস্পতি ৩৪। ‘শিরে-সংক্রান্ত’-এর অর্থ কি? ক) মাথার বোঝা খ) মহাবিপদ গ) আসন্ন বিপদ ঘ) মাথায় বিপদ ৩৫। বেমানান (মানানোর অভাব) কোন সমাস? ক) অব্যয়ীভাব সমাস খ) তৎপুরুষ গ) বহুব্রীহি ঘ) দ্বিগু ৩৬) টাকায় অসাধ্য সাধন হয়Ñ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক) কর্মকারকে ৭মী খ) করণ কারকে ৭মী গ) অধিকরণ কারকে ৭মী ঘ) অপাদান কারকে ৭মী ৩৭। ‘সারেং বৌ’ বইটির লেখক কে? ক) ইমদাদুল হক মিলন খ) মামুনুর রশীদ গ) সেলিম আল দীন ঘ) শহীদুল্লাহ কায়সার ৩৮। ‘পদ্মা মেঘনা যমুনা’ বইটির লেখক কে? ক) শামসুদ্দিন আবুল কালাম খ) রশীদ করিম গ) রাহাত খান ঘ) আবু জাফর শামসুদ্দিন ৩৯। রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? ক) রক্তকরবী খ) চিত্রাঙ্গদা গ) বসন্ত ঘ) শেষের কবিতা ৪০) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর আত্মজীবনীমূলক রচনা কোনটি? ক) মাস্টারমশাই খ) বিপ্রদাস গ) পথের দাবী ঘ) শ্রীকান্ত ৪১। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? ক) জমিদার দর্পণ খ) বুড়ো শালিকের ঘাড়ে রো গ) নীল দর্পণ ঘ) অভিজ্ঞান শকুন্তলম ৪২। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ যে কবির বাণী ক) সবরপা খ) আবদুল কাদির গ) শেখ ফজলুল করিমঘ) চ-ীদাস ৪৩। ‘স্বভাব কবি’ নামে অভিহিত করা হয় কাকে? ক) রবীন্দ্র গোপ খ) গোবিন্দ্র চন্দ্র দাস গ) গোবিন্দ হালদার ঘ) সুকান্ত ভট্টাচার্য ৪৪। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন কে? ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ) রায়া রামমোহন রায় ঘ) ম্যানুয়েল ডি আস্সুম্পসাঁও ৪৫। ‘শুক্তি’ শব্দটির অর্থ কি? ক) তেলাপোকা খ) ঝিনুক গ) জোনাকপোকা ঘ) শামুক ৪৬। “কাটা হেরি ক্ষান্ত কেন” এখানে ‘হেরি’ শব্দটির অর্থ কি? ক) শুনে খ) দেখে গ) অনুভব করে ঘ) রাগ করে
×