ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৫৭ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৭:৩৭, ১০ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে ৫৭ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দিনের ধারাবাহিকতায় সোমবারও দরপতনে লেনদেন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ৫৭ ভাগ কোম্পানির দর কমার কারণে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনটিতে বস্ত্র খাতের দর কমেছে বেশি। খাতটির তালিকাভুক্ত মোট ৪১টি কোম্পানির মধ্যে ২৫টিই দর হারিয়েছে। শুধু তাই নয়, দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চারটিই এই খাতের। এর মধ্যে আজ মঙ্গলবার লভ্যাংশ ঘোষণা করতে যাওয়া তাল্লু স্পিনিং ও মিথুন নিটিংয়ের দর কমেছে সবচেয়ে বেশি। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবারে ডিএসইতে ৩২১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭ কোটি টাকা বা ২ দশমিক ২৯ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩১৪ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮০ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ তিতাস গ্যাস ট্রান্সমিশন, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, কেডিএস এ্যাক্সেসরিজ, কাশেম ড্রাইসেলস, সাইফ পাওয়ারটেক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর হারানোর তালিকায় উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে বস্ত্র খাতের। কোম্পানি ৪টি হচ্ছেÑ তাল্লু-স্পিনিং, মিথুন নিটিং, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এবং আলহাজ টেক্সটাইল। দিনটিতে তাল্লু স্পিনিং লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর কমেছে ১ টাকা ৭ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৬ টাকা দরে। এদিন কোম্পানির ১০ লাখ ৯৩ হাজার ৯৮টি শেয়ার ৬৪৮ বারে লেনদেন হয়। বস্ত্রখাতের মিথুন নিটিং ৫ টাকা ৬ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ দর কমে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৭৩ টাকা ২০ পয়সা দরে। এদিন কোম্পানির ৬ লাখ ৯৬ হাজার ৭৪৭টি শেয়ার ১ হাজার ৫৪৭ বারে লেনদেন হয়। মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড ৩ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৪১ শতাংশ কমে লুজারের পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হলোÑ ফার্মা এইডস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বঙ্গজ, জেমিনি সি ফুড, রহিমা ফুড এবং তিতাস গ্যাস।
×