ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈদেশিক ঋণ নেবে সায়হাম কটন

প্রকাশিত: ০৭:৩৮, ১০ নভেম্বর ২০১৫

বৈদেশিক ঋণ নেবে সায়হাম কটন

বৈদেশিক ঋণ নেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন মিলস। কোম্পানিটি এইচএসবিসি ব্যাংকের বৈদেশিক শাখা থেকে ৪৫ লাখ ডলার ঋণ গ্রহণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদেশিক ঋণ প্রস্তাবের বিষয়টি বিনিয়োগ বোর্ডের অনুমোদন পেয়েছে। ৪.১০ শতাংশ সুদের সঙ্গে ৩ মাসের ‘লাইবর’সহ ২০টি ইনস্টলমেন্টে ঋণ পরিশোধ করবে কোম্পানিটি। ২০১২ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার মতিন স্পিনিংয়ের ইপিএস ১ দশমিক ০৬ টাকা প্রথম প্রান্তিকে মতিন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ৩ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর, ১৫, ২০১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×