ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসছে ধারাবাহিক ‘লড়াই’

প্রকাশিত: ০৭:৪২, ১০ নভেম্বর ২০১৫

আসছে ধারাবাহিক ‘লড়াই’

স্টাফ রিপোর্টার ॥ মুহাম্মদ মামুন-অর-রশীদ রচিত এবং আল হাজেন পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘লড়াই’ অচিরেই প্রচার হতে যাচ্ছে। জানা গেছে মামুন-হাজেন জুটির চতুর্থ ধারাবাহিক ‘লড়াই’ আগামী ১৪ নবেম্বর রাত ৯-৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার শুরু হবে। প্রতি বৃহস্পতি-শুক্র এবং শনিবার নাটকটি প্রচার হবে। ‘লড়াই’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আমিরুল হক চৌধুরী, মোশারফ করিম, রওনক হাসান, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, আহনাসুল হক মিনু, মাহমুদুল ইসলাম মিঠু, রিচি সোলায়মান, নাদিয়া, ডা. এজাজ, আরফান আহমেদ জুঁই করিম প্রমুখ। ‘লড়াই’ প্রসঙ্গে পরিচালক আল হাজেন বলেন, নাটকে অভিনয় শিল্পীর অসাধারণ অভিনয় করেছেন। এতে একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান। প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে রিচি এবার গ্রামের এক প্রভাবশালী নারীর চরিত্রে অভিনয় করেছেন। যে একটু পলিটিক্সও করেন। নাটকে তার চরিত্রের নাম রুখসি। সব সময় তার পিছনে লোকজন থাকে। এরা তার ক্যাডার বাহিনী। সবাই সমীহ করে চলে রুখসিকে। রুখসির উপরটা ভিষন কঠিন হলেও ভেতরটা শান্ত খুব নরম। নাটক প্রসঙ্গে নাট্যকার মুহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, নাটকে অন্তত ৫০টি চরিত্র নিয়ে আমরা কাজ করছি। সবগুলো চরিত্রের নিজস্বতা রয়েছে। এতগুলো চরিত্রের সমন্বয় করা কঠিন কাজ। এরপরও আমরা দর্শকদের কথা মাথায় রেখে অভিনয় শিল্পীদের সংখ্যা বাড়ানোর চিন্তা করছি। সাধারণত এমনটা অন্য নাটকে হয় না। এটি ধারাবাহিক ‘লড়াই’ এর একটি বিশেষ দিক। আমরা চিন্তা করেছি চরিত্রগুলো বাস্তব জীবনকে যেন একেবারে ছুয়ে যায় সে চেষ্টা করতে। আশা করছি দর্শকরা বিমুখ হবেন না। কারণ আমাদের সব প্রচেষ্টা তাদের বিনোদন দেয়ার জন্য। তারা একটুখানি আনন্দ পেলে আমরা কিছুটা হলেও নিজেদের সার্থক মনে করবো।
×