ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে শহীদ টিটো দিবস পালিত

প্রকাশিত: ১৯:৩৩, ১০ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে শহীদ টিটো দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর ২৮তম মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে টিটোর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ টিটো স্মৃতি পাঠাগার, জেলা কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে তাঁর স্মরণে কালীবাড়ি মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, শহীদ নূর হোসেন গণতন্ত্রের প্রতীক। আর নেপথ্যের আয়োজক প্রচার বিমুখ টিটো মৃত্যুর পরেও বরাবরের মতোই থেকে যাচ্ছে প্রচারের বাইরে। তারা আরও বলেন, যতদিন না গণতন্ত্রের সত্যিকারের মুক্তি আসবে, দেশ জঞ্জাল মুক্ত হবে-ততদিনই নেপথ্যে থেকে টিটো এ দেশের মুক্তি পাগল মানুষকে এগিয়ে যাবার প্রেরণা যোগাবে, পথ দেখাবে। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচি শহীদ হন জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সভাপতি শহীদ আমিনুল হুদা টিটো।
×