ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রহ্মপুত্র যমুনা ও তিস্তায় নাব্যতা সংকট গাইবান্ধায় নৌ চলাচল হুমকির মুখে

প্রকাশিত: ২১:২৭, ১০ নভেম্বর ২০১৫

ব্রহ্মপুত্র যমুনা ও তিস্তায় নাব্যতা সংকট গাইবান্ধায় নৌ চলাচল হুমকির মুখে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ অগ্রহায়ণ মাস শুরু হওয়ার আগেই এবার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনাসহ গাইবান্ধার উপর দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদ-নদীর পানি কমে গিয়ে সেগুলো শাখা-প্রশাখায় ভাগ হয়ে এখন শীর্ণকায় রূপ নিয়েছে। আকস্মিক পানি শূন্যতায় প্রাণচাঞ্চল্যে ভরা নৌ ঘাটগুলোর অস্তিত্ব এখন বিপন্ন। ইতিমধ্যে অনেক নৌ ঘাট বন্ধ হয়ে গেছে। যে সব নৌ ঘাট এখনও কোন রকমে টিকে রয়েছে সেগুলোরও এখন বেহাল দশা। চ্যানেলের অভাবে নৌযান কমে গেছে অর্ধেকেরও বেশি। যে কোন সময় নৌ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। মূলত: পানি সংকটের কারণে নৌ যোগাযোগ এখন হুমকির মুখে। যে সব রুটে এখনও যান্ত্রিক নৌকাগুলো চলছে জেগে ওঠা চরের কারণে ঘুর পথে চলাচল করতে হচ্ছে বলে গন্তব্যস্থলে পৌঁছতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। অপর দিকে ছোট ছোট নদীগুলো শুকিয়ে যাওয়ায় ওইসব নদীতে ইতিপূর্বে স্থাপিত সেচ যন্ত্রগুলো এখন পানি সংকটের মুখে পড়েছে। ফলে এবছর আসন্ন বোরো মৌসুমে প্রাকৃতিক উৎস নির্ভর খাল-বিল, নদী থেকে সেচ দিয়ে ইরি-বোরো চাষ মারাত্মকভাবে বিঘিœত হবে বলে আশংকা করা হচ্ছে।
×