ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে “এ” প্লাস ভিটামিন ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রকাশিত: ০২:০৮, ১১ নভেম্বর ২০১৫

ঝালকাঠিতে “এ” প্লাস ভিটামিন ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ আগামী ১৪ নভেম্বর জাতীয় “এ” প্লাস ভিটামিন ক্যাম্পেইন উপলক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করে সিভিল সার্জন ডা: আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ বিনয় কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কার্যারয়ের সহকারী পরিচালক ডাঃ মো: জসীম উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলাম। আগামী ১৪ নভেম্বর “এ” প্লাস ভিটামিনা ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ০৬ থেকে ১১ মাস বয়সী ৯১৫৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৭৭৫৫ জন শিশুকে বিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা সহ ৮৮৪ টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। প্রেসব্রিফিংএ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই কার্যক্রম বাস্তবায়নে মিডিয়া কর্মীদের সহযোগিতা চেয়েছে।
×