ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয়

প্রকাশিত: ০২:২৩, ১০ নভেম্বর ২০১৫

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয়

অনলাইন ডেস্ক ॥ জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চার ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। শুরুতেই স্বাগতিক বোলারদের আক্রমনাত্বক বোলিং জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৫ রানে বেঁধে ফেলে। এরপর দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় স্বাগতিকদের জয় সহজ হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান করেন অর্ধশতক। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে ১৪৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সফরকালিদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন জেরেমি ইভেস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন উইলিয়াম মাশিঙ্গে। সালেহ আহমেদ শাওন গাজী (৩/১৯) ও অভিষিক্ত আরিফুল ইসলাম (৩/২৩) তিনটি করে উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ৩২ রানে নেন দুই উইকেট। জবাবে ৩০ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মাশিঙ্গের দারুণ বোলিংয়ে ৭ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। সাইফের সঙ্গে ১০১ রানের জুটিতে প্রতিরোধ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন অধিনায়ক মেহেদি। অর্ধশতকে পৌঁছে ফিরে যান সাইফ (৫১)। জয়ের খুব কাছে গিয়ে বিদায় নেন মেহেদিও (৬৫)। তার ৭৩ বলের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৮টি চারে। সাইফ-মেহেদিকেও ফেরান মাশিঙ্গে। সাইফুদ্দিনকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন সাইফুল হায়াত। ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার অফ স্পিনার মাশিঙ্গে। এই সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে বৃহস্পতিবার।
×