ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের তিন রাজাকারের বিরুদ্ধে সাক্ষীর জেরা বুধবার

প্রকাশিত: ০২:৩০, ১০ নভেম্বর ২০১৫

হবিগঞ্জের তিন রাজাকারের বিরুদ্ধে সাক্ষীর জেরা বুধবার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রসিকিউশনের ৫ম সাক্ষী মো: খসরু মিয়া ও ৬ষ্ট সাক্ষী মো: শফিক আলী জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে ৫ম সাক্ষি বলেছেন, রাজাকাররা মুক্তিযোদ্ধা রজব আলী ও আকল আলীকে গুলি করে হত্যা করেছে। জবানবন্দী শেষে ৫ম সাক্ষীকে জেরা করেন আসামী পক্ষের আইনজীবী । অন্যদিকে ৬ষ্ট সাক্ষীর জবানবন্দী হলেও জেরার জন্য বুধবার দিন নির্ধারন করাহয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ আদেশ প্রদান করেছেন। জবানবন্দী ও জেরার সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সুনতাম মাহমুদ সিমন, রিজিয়া সুলতানা চমন। অন্যদিকে সাক্ষীকে জেরা করেন এ্যাডভোকেট মাসুদ রানা ও এ্যাডভোকেট আব্দুস শুকুর।
×