ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে নবজাতক বিভাগে ইয়ারবুক উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩৬, ১১ নভেম্বর ২০১৫

বিএসএমএমইউতে নবজাতক বিভাগে ইয়ারবুক উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের দ্বিতীয় তলায় মঙ্গলবার নবজাতক বিভাগের ইয়ারবুক ২০১৪’র শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান প্রধান অতিথি হিসেবে এ ইয়ারবুকের উদ্বোধন করেন। খবর বাসসর। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান, উপ-উপাচার্য (প্রশাসন) ও নবজাতক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লা, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান, শিশু বিভাগের অধ্যাপক ডাঃ চৌধুরী আলী কাওসার প্রমুখ। এ বইয়ে নবজাতক বিভাগের পরিচিতি, চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা এবং গবেষণামূলক কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। -বিজ্ঞপ্তি উৎসবমুখর পরিবেশে দীপাবলী ও কালীপূজা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন শক্তির প্রতীক। তারা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। আর দীপাবলী অর্থ আলোর উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয় ঘোষণা করে। এই বিশ্বাসে মহাধুমধামে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলী উৎসব। দেশ ও জাতির মঙ্গল কামনায় রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রমে ১০ হাজার প্রদীপ জ্বালানো হয়েছে। অশুভ শক্তির বিনাশ ও সকল অন্ধকার দূর হয়ে শান্তির জন্য প্রার্থনা ছিল ভক্তদের। মোমবাতির আলোক প্রজ্বলন ছিল বাড়ি বাড়ি।
×