ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুয়েটে রবির ক্যারিয়ার কার্নিভাল

প্রকাশিত: ০৪:৩৭, ১১ নভেম্বর ২০১৫

কুয়েটে রবির ক্যারিয়ার কার্নিভাল

রবি ও টেলিযোগাযোগ খাতে কাজের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একটি ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করেছে অপারেটরটি। কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দিনব্যাপী এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের হেড অব ডিপার্টমেন্ট অধ্যাপক ড. মোঃ মুস্তাফিজুর রহমান, ইলেটট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লাহ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সামনে রবি’র ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন কোম্পানিটির রিসোর্সিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান। তিনি রবি’র মূল কোম্পানি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও এর বৈশ্বিক কার্যক্রম সম্পর্কেও ধারণা দেন। শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিক্রয় সম্পর্কে ধারণা দিতে ‘ক্যারিয়ার এ্যাট টেকনোলজি’ এ্যান্ড ‘ক্যারিয়ার এ্যাট সেল্্স’ নামে দুটি বাস্তবসম্মত সেশনের আয়োজন করা হয়। রবি’র টেকনোলজি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান প্রযুক্তি সম্পর্কে ও সাউদার্ন ক্লাস্টার মার্কেটের ক্লাস্টার ডিরেক্টর এনায়েতুর রহিম বিক্রয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্যোসাল মিডিয়ার মাধ্যমে ও ভ্যানুতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিতে নিয়োগের লক্ষ্যে একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণেরও সুযোগ পান তারা। অনুষ্ঠানে শারমিন সুলতান বলেন, ক্রমবর্ধমান ব্যবসাকে আরও প্রসারিত করতে সবসময়ই নতুন মেধাবীদের খোঁজ করে রবি। ক্যারিয়ার কার্নিভালের মাধ্যমে আমরা আগামীর মেধাবীদের কাছাকাছি যাওয়ার সুযোগ পাই। -বিজ্ঞপ্তি কালের সাক্ষী রাজধানীর রমনা পার্কে চলছে পুরনো বৃক্ষ গণনার কাজ। পাশাপাশি এসব গাছের গোড়ায় সাদা রং দিয়ে লিখে দেয়া হচ্ছে গাছের বয়স, প্রজাতি ও কোন্্ দেশ বা স্থান থেকে এগুলো সংগৃহীত। পুরনো এই গাছগুলো রমনার সৌন্দর্যের প্রধান কারণ। প্রাতঃ ও সান্ধ্য ভ্রমণকারীরা ক্ষণকালের বিশ্রামের জন্য হলেও কোন একটি পুরনো বড় গাছের সান্নিধ্যে আসেন। গাছগুলো কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। -জনকণ্ঠ সেলফির পোজ বর্তমানে বহুল আলোচিত শব্দ ‘সেলফি’। সেলফি মানে ক্যামেরা দিয়ে নিজের ছবি নিজে তোলা। এক্ষেত্রে একই সময় একই ফ্রেমে এক বা একাধিক লোক থাকতে পারেন। এই সেলফি তুলতে গিয়ে দেখা যায়, নিজেকে একটু ভিন্নতর বা অন্যের চেয়ে আলাদা দেখাতে বিভিন্ন ভঙ্গিমায় অনেকে সেলফি তোলেন। রমনা পার্কে গাছের নিচে দাঁড়িয়ে এক যুবক সেলফিতে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। -জনকণ্ঠ
×