ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিবির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৪২, ১১ নভেম্বর ২০১৫

আইসিবির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির কর পরিশোধের পর সমন্বিত মুনাফা হয়েছে ৪৩৯ কোটি ৩৬ লাখ টাকা, শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭.৬৬ টাকা, শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬৯.২০ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওমিএফপিএস) হয়েছে ১৫.৯৮ টাকা । যা আগের বছর একই সময়ে কর পরিশোধের পর সমন্বিত মুনাফা ছিল ৩৬৮ কোটি ১৭ লাখ টাকা, শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৬.৯৪ টাকা, শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) ছিল ৪৮.৯৩ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওমিএফপিএস) হয়েছে ২১.৫৬ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার তিন কোম্পানির সভা স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কোম্পানিগুলোর পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানি ৩টি হল - বঙ্গজ, মিথুন নিটিং ও তাল্লু স্পিনিং। পর্ষদ সভার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ করার কথা ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×