ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কম্প্রেসার কারখানা করছে ওয়ালটন

প্রকাশিত: ০৪:৪৪, ১১ নভেম্বর ২০১৫

কম্প্রেসার কারখানা করছে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সর্বোচ্চ মানের চ্যালেঞ্জ নিয়ে ফ্রিজের কম্প্রেসার তৈরির কারখানা করছে ওয়ালটন। বার্ষিক ৪০ লাখ কম্প্রেসার তৈরি হবে ওই কারখানায়। যা থেকে বছরে ২৫ লাখ কম্প্রেসার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আল্ট্রা হাইব্রিড কোয়ালিটির ওই কম্প্রেসার হবে সাধারণ কম্প্রেসারের তুলনায় অনেক বেশি কার্যকরী, টেকসই, নিখুঁত এবং বিদ্যুত সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এই কারখানা বাংলাদেশের শিল্প প্রযুক্তিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে সংশ্লিষ্টদের অভিমত। সেই সঙ্গে বাংলাদেশে উৎপাদিত কম্প্রেসার দিয়ে তৈরি ফ্রিজের মানও বেড়ে যাবে বহুগুণে। বর্তমানে ওয়ালটনের অর্ধশতাধিক প্রকৌশলী ইউরোপে রয়েছেন কারখানার মেশিনারিজ স্থানান্তর ও প্রশিক্ষণ কাজে। এদিকে গাজীপুরের চন্দ্রায় কারখানার অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গত অক্টোবর থেকে শুরু হয়েছে মেশিনারিজ ইনস্টলেশন। কমিশনিং শেষে আগামী বছরের মাঝামাঝি নাগাদ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। জানা গেছে, ওয়ালটনের শ’খানেক প্রকৌশলী গত কয়েক মাস ধরে ইউরোপে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ ও প্রযুক্তি স্থানান্তরের এই কাজ চলবে ৬ মাস। ২০০ কন্টেনারের বেশি মেশিনারিজ আসছে উইরোপ থেকে। এক্সক্লুসিভ কিছু হ্যাভি মেশিনারিজের জন্য বিশেষ জাহাজ ভাড়া করা হয়েছে। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, তাদের কারখানায় বছরে তৈরি হবে ৪০ লাখ কম্প্রেসার। দেশীয় বাজারের ১৫ লাখের চাহিদা মিটিয়ে বাকি ২৫ লাখ রপ্তানির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ালটনের কম্প্রেসার নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। নতুন এই কম্প্রেসার ফ্যাক্টরিতে ৩ শতাধিক প্রকৌশলীসহ দুই হাজার লোকের কর্মসংস্থান হবে। তৈরি হবে দক্ষ জনবল। বিশেষ করে কম্প্রেসার তৈরি, উন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে ওয়ালটন।
×