ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৭ কোটি ডলারের চিত্রকর্ম

প্রকাশিত: ০৬:১২, ১১ নভেম্বর ২০১৫

১৭ কোটি ডলারের চিত্রকর্ম

দীর্ঘ ৬০ বছর অনেকটা অবহেলায় পড়ে থাকা একটি চিত্রকর্ম বিক্রি হলো ১৭ কোটি ৪ লাখ মার্কিন ডলারে। সোমবার নিলামঘর ক্রিস্টিতে চিত্রকর্মটি তোলা হলে এটি কেনার জন্য চরম প্রতিযোগিতা শুরু হয়। পরে এটি চড়া দামে কিনে নেয় এক চীনা ধনকুবের। ১৯১৭ থেকে ১৯১৮ সালের মধ্যে এই ন্যুড ছবিটি পুরো চিত্রকর্মটি দৃশ্যমান নয়ত আঁকেন ইতালীয় চিত্রশিল্পী আমেদো মোদিক লিয়ানি। নিলামের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দামে কোন চিত্রকর্ম বিক্রির রেকর্ড। সোমবার ছবিটির নিলাম শুরু হলে আধা ডজন ক্রেতা এটি কেনার জন্য প্রতিযোগিতা শুরু করে। পরে সবাইকে তাক লাগিয়ে এক চীনা ক্রেতা ছবিটি কিনে নেয়। আমেদো মোদিক লিয়ানির ছবিটিকে চিত্রকর্মের ইতিহাসে অনন্যসাধারণ আখ্যা দিয়েছেন ক্রিস্টির আন্তর্জাতিকবিষয়ক প্রধান জুসি পাইলকনেন। এর আগে এই শিল্পীর কোন ছবি এত দামে বিক্রি হয়নি। অবশ্য মোদিক লিয়ানির পাশাপাশি অন্যান্য চিত্রশিল্পীর আঁকা আরও অন্তত ৩৪টি ছবি নিলামে তোলা হয়েছিল। কিন্তু ওসব ছবি ক্রেতাদের তেমন নজর কাড়তে পারেনি। -বিবিসি ও ফিন্যান্সিয়াল টাইমস অবলম্বনে।
×