ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৃহবধূ রোকেয়ার দুটি কিডনিই নষ্ট, প্রতিস্থাপনে সহায়তা দিন

প্রকাশিত: ০৬:১৩, ১১ নভেম্বর ২০১৫

গৃহবধূ রোকেয়ার দুটি কিডনিই নষ্ট, প্রতিস্থাপনে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনিরোগে আক্রান্ত গৃহবধূ রোকেয়া বেগমের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোকেয়ার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয়। এতে প্রতি মাসে খরচ পড়ে প্রায় ৪৫ হাজার টাকা। তাঁর স্বামী মোঃ শহিদ আলী মোল্লা বিমানবাহিনীর রেকর্ড অফিসের অবসরপ্রাপ্ত ল্যান্সনায়েক। চিকিৎসার পেছনে তাঁর জমানো টাকাও ফুরিয়ে গেছে। শুধু তাই নয়, বর্তমানে ভিটেমাটিসহ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। মৃত্যুর সঙ্গে লড়ছেন রোকেয়া বেগম। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। একদিকে স্ত্রীর চিকিৎসা, অন্যদিকে সংসারের ভরণপোষন নিয়ে অসহায় হয়ে পড়েছেন মোঃ শহিদ আলী মোল্লা। এমতাবস্থায় রোকেয়ার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন রোকেয়ার স্বামীর এই মোবাইল নম্বরে-০১৭২৩৬১৫৬৪৫। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মোঃ শহিদ আলী মোল্লা, অগ্রণী ব্যাংক লি:, বিএএফ কুর্মিটোলা শাখা, ঢাকা, হিসাব নং -০২০০০০২৪০৮২৬১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×