ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৭ নাগাদ ইউরোপে পৌঁছবে ৩০ লাখ শরণার্থী

প্রকাশিত: ০৭:৪১, ১১ নভেম্বর ২০১৫

২০১৭ নাগাদ ইউরোপে পৌঁছবে ৩০ লাখ শরণার্থী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ২০১৭ সালের মধ্যে ৩০ লাখ শরণার্থী পৌঁছবে বলে ধারণা করছে ইউরোপীয় কমিশন। এ বিপুল জনশক্তিকে কাজে লাগাতে পারলে দীর্ঘমেয়াদে ইইউ-এর অর্থনৈতিক উৎপাদন বাড়বে এবং অর্থব্যবস্থার উন্নয়ন ঘটবে বলেই মনে করা হচ্ছে। শরণার্থীদের কারণে ইইউয়ের অর্থনীতিতে সামান্য হলেও এ ইতিবাচক প্রভাব পড়ার পূর্বাভাস বৃহস্পতিবার দিয়েছে ২৮-জাতির এ ব্লকটির নির্বাহী শাখা। তাদের হিসাব মতে, এ বছর ইইউ দেশগুলোতে পৌঁছবে ১০ লাখ আশ্রয়প্রার্থী। আরও ১৫ লাখ শরণার্থী পৌঁছবে আগামী বছর অর্থাৎ, ২০১৬সালে এবং ২০১৭ সালে পৌঁছবে ৫ লাখ শরণার্থী। খবর বিবিসি/ ওয়েবসাইটের। ইউরোপীয় কমিশন বলছে, ইউরোপে আসা মোট শরণার্থীর অর্ধেককেও আশ্রয় দেয়া গেলে এবং তাদের তিন-চতুর্থাংশ কাজ করার মতো বয়সের হলে ইইউ-এর শ্রমশক্তি এ বছর ০ দশমিক ১ শতাংশ বাড়বে। আর ২০১৬ ও ২০১৭ সাল- দু’বছরেই শ্রমশক্তি বাড়বে ০ দশমিক ৩ শতাংশ। ইইউ-এর দেশগুলোতে আশ্রয় পাওয়া শরণার্থীরা যদি সেইসব দেশের নাগরিকদের মতো একইরকম কর্মদক্ষ হয় তাহলে ২০১৬ সালে ইইউ-এর জিডিপি (মোট দেশজ উৎপাদন) বাড়বে ০ দশমিক ২১ শতাংশ এবং ২০১৭ সালে বাড়বে ০ দশমিক ২৬ শতাংশ। তবে শরণার্থীরা ইইউ দেশগুলোর নাগরিকদের মতো একইরকম কর্মদক্ষ না হলে জিডিপি আগামী বছর কমে দাঁড়াবে ০ দশমিক ১৪ শতাংশে এবং ২০১৭ সালে এ হার দাঁড়াবে ০ দশমিক ১৮ শতাংশে। আর জার্মানির মতো যে ইউরোপীয় দেশগুলো আশ্রয়প্রার্থীদের মূল গন্তব্য সেসব দেশে জিডিপি এ বছর খুব বেশি হলে ০ দশমিক ২ শতাংশ বাড়তে পারে।
×