ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হস্তান্তর করা হয়েছে অনুপ চেটিয়াকে

প্রকাশিত: ১৮:১৯, ১১ নভেম্বর ২০১৫

হস্তান্তর করা হয়েছে অনুপ চেটিয়াকে

অনলাইন রির্পোটার ॥ উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে বাংলাদেশে ১৮ বছর কারাবন্দি থাকার পর ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে । এমন খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই। ভারতের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। ভারতীয় কর্মকর্তারা বলছেন, বুধবার ভোরের দিকে দুই দেশের সীমান্তে একটি স্থলবন্দর দিয়ে অনুপ চেটিয়াকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এই উলফা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নেওয়া হবে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগী হওয়ার পর অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হল। ‍উল্লেখ্য, ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।
×