ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে সহিংসতা ঘটার সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:৪৪, ১১ নভেম্বর ২০১৫

ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে সহিংসতা ঘটার সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র

অনলাইন রির্পোটার ॥ বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের ওপর আরও সহিংস হামলা হতে পারে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশীদের ওপর সহিংস হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্য দেশটির স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ ভ্রমণ সতর্কবার্তায় মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময়) প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ ভ্রমণ সতর্কবার্তায় বলেছে, বাংলাদেশে চলমান সহিংস কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের যে সকল নাগরিক বাংলাদেশ ভ্রমণ করতে চায় তাদের প্রতি উপদেশ হচ্ছে, নিরাপত্তার বিষয়ে যথাযথ উপদেশ মেনে চলতে হবে। কেননা সামনের বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে এমন সহিংসতা চলতে পারে। বার্তায় আরও বলা হয়েছে, মার্কিন নাগরিক ও তাদের পরিবারগুলোকে মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশাসহ হেঁটে চলাচল পরিহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানসহ আন্তর্জাতিক হোটেলগুলোতে কোনো জমায়েতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
×