ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াই ঘন্টায় পুঁজিাবাজারে ১৫২ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ২০:০৮, ১১ নভেম্বর ২০১৫

আড়াই ঘন্টায় পুঁজিাবাজারে ১৫২ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন পতনে চলছে। এদিন ডিএসইতে লেনদেনের আড়াই ঘণ্টায় ১৫২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি টাকা শেয়ার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯ টি কোম্পানির। আর দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৬ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের আড়াই ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৩ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
×