ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মাদ্রক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২২:১১, ১১ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরে মাদ্রক ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর॥ লক্ষ্মীপুরে অবৈধ মাদ্রকদ্রব্য ব্যাবসায়ীর ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। বুধবার দুপুর ১২ টায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শহরের পিংকি প্লাজায় একটি গোডাউনে অভিযান চালিায়ে ৭ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৩ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট আটক করে। মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লক্ষ্মীপুরের পরির্দশক হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখান থেকে ছেম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই, পরীক্ষায় দেখা যায় জিসান নামক সিরাপে আফিম মিশ্রিত ছিল। লক্ষ্মীপুর জেলার র্নিবাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম জানান অবৈধ ভাবে মাদ্রক দ্রব্যার ব্যাবসার কারণে ব্যবসায়ী গৌর শাহ(৪৭)কে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোলার দিয়ে ৭ হাজার সিরাপ ও ৩ হাজার ট্যাবলেট ধ্বংস করা হয়েছে।
×