ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাদুল্যাপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ৬

প্রকাশিত: ২২:৫২, ১১ নভেম্বর ২০১৫

সাদুল্যাপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ৬

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামে বুধবার সকালে বড় ভাই আব্দুল মতিনের লাঠির আঘাতে ছোট ভাই নবাব আলী (৪৫) খুন হয়েছে। নবাব আলী ওই গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ বড় ভাই আব্দুল মতিন (৬৫), তার স্ত্রী বেবী বেগম (৫০), মেয়ে মোজমা বেগম (৩২), মাজেদা বেগম (৩৮), নাজমা বেগম (২৫) ও মেয়ে জামাই সাদেকুলসহ (৩০) ছয়জনকে আটক করেছে। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নবাব আলী বিরোধপূর্ণ জমিতে বুধবার সকালে ধান কাটতে যায়। খবর পেয়ে বড় ভাই আব্দুল মতিন লোকজন নিয়ে বাধা দেয়। এতে বড় ভাই আব্দুল মতিনের সাথে নবাব আলীর বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে আব্দুল মতিন নবাব আলীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় আব্দুল মতিনসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
×