ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের শঙ্কার বাস্তবতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:২০, ১১ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের শঙ্কার বাস্তবতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামালার আশঙ্কার বিষয়টির বাস্তবতা নেই। এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন মন্ত্রী। ‘নিজ দেশের নাগরিকদের সাধারণ নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রায়শই এমন সতর্কতা দিয়ে থাকে। তাদের (আমেরিকার) রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে এসে বলেছেন, তাদের নাগারিকদের সতর্ক থাকার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সতর্কতা দিয়ে থাকেন। এ জন্য সবাইকে ঘরে বসে থাকার কথা বলা হয় না। তারা রুটিন কাজ হিসেবে সেটা করেন’ বলেন মন্ত্রী। এর আগে, সতর্কতা জানালেও তারিখের কথা উল্লেখ করা হয়নি। এবার সুনির্দিষ্ট তারিখ উল্লেখের বিষয়টির দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট তারিখ দেওয়াটা তাদের বিষয়। আমাদের জানা নেই। তারা কেন করেছেন, কেন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন— এটা তারা জানেন।’ ‘সরকার মনে করে কোনো আশঙ্কা নেই। আমরা মনে করি এই অবস্থার কোনো বাস্তবতা নেই’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
×