ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে চ্যাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলায় এক জনের ফাঁসি

প্রকাশিত: ২৩:২৭, ১১ নভেম্বর ২০১৫

বাগেরহাটে চ্যাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলায় এক জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাক্ষ্যান করায় আলোচিত ফরিদা বেগম হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ জাকারিয়া হোসেন জনাকীর্ন আদালতে এ রায় দেন। আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত আসামী রুহুল হাওলাদার (৩৮) বাগেরহাটের শরণখোলা উপজেলা উত্তর তাফালবাড়ী গ্রামের ইসলামইল হাওলাদারের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের রুস্তুম হাওলাদারের মেয়ের সাথে একই এলাকার ইসমাইল হাওলাদারের পুত্র রুহুল হাওলাদার তার ছোট ভাইয়ের সাথে বিবাহের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব প্রত্যাক্ষান করা এবং জমি জমা নিয়া পূর্ব থেকে বিরোধের কারনে ২০১২ সালের ২ মে দুপুর ১২টার সময় রুস্তুম হাওলাদারের বসৎ ঘরে ঢুকে তার স্ত্রী ফরিদা বেগমকে একা পেয়ে রুহুল হাওলাদার ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর পার্শবর্তী প্রতিবেশীদেরা ঘাতক রুহুল হাওলাদারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শরোনখোলা থানায় ফরিদা বেগমের বোন মোসাঃ আলেয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। শরোনখোলা থানার এস আই রেফাতুল ইসলাম তদন্ত শেষে ২০১২ সালের ৮ আগাষ্ট আদালতে অভিযোপত্র দাখিল করেন।
×