ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ক্রিকেটের মতই বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে’

প্রকাশিত: ২৩:৫২, ১১ নভেম্বর ২০১৫

‘ক্রিকেটের মতই বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে’

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, ক্রিকেটের মতই বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসন তৈরী করেছে। এই সফলতা অব্যাহত রাখার জন্য স্ব স্ব স্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে যুবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুবরা সঠিক এবং সুশৃঙ্খল পথে পরিচালিত হলেই অনেক বড় অর্জন সম্ভব। তিনি বুধবার বর্ণ্যাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেয়ার পর টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। উপজেলা যুব লীগের সভাপতি রেজাউর রহমান ডিউকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমানগনি তারূকদার, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্পী প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিশ্বের মর্যাদার আসনের স্বীকৃতি ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেতে শুরু করেছেন। কিন্তু বাঙালি এই অজর্ণ সহ্য করতে না পেরে একটি স্বার্থষেী মহল নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সে ব্যাপারে দলমত নির্বিশেষে নিজের পরিবার এবং সন্তানে কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে তিনি লৌহজং উপজেলা সদরে অনরূপ অনুষ্ঠানে অংশ নেন।
×