ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে বাল্য বিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত: ২৩:৫৫, ১১ নভেম্বর ২০১৫

শ্রীনগরে বাল্য বিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিশু কণ্যার বিয়ে নয়, করবে তারা বিশ্বজয়। এ স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে বাল্য বিয়ে প্রতিরোধের জন্য উদ্বুদ্ধকরণ সভা করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। গতকাল বুধবার সকালে উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা। রুসদী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,ঈমাম ও কাজীদের উপস্থিতিতে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো ঃ আরিফ হোসেন প্রমুখ।
×