ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিতাস গ্যাসের দরপতন তদন্তে কমিটি গঠন

প্রকাশিত: ০০:১৫, ১১ নভেম্বর ২০১৫

তিতাস গ্যাসের দরপতন তদন্তে কমিটি গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত্ব তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫৯ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসি সূত্র জানিয়েছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই জন সদস্যই নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে। গঠিত কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
×