ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

প্রকাশিত: ০০:৪৪, ১১ নভেম্বর ২০১৫

 বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ড নামে একটি বে-মেয়াদি ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৮০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডের উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর অংশ ২০ কোটি টাকা এবং বাকি ৬০ কোটি টাকা ইউনিট বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। বুধবার বিএসইসি’র ৫৫৯তম কমিশন সভায় বে মেয়াদি এ ফান্ডটির অনুমোদন দেয়া হয়েছে। জানা যায়, ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড। উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি:। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রসঙ্গত বে-মেয়াদি ফান্ড স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় না। তবে সম্প্রতি স্টক এক্সচেঞ্জে বে-মেয়াদি ফান্ড লেনদেন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
×