ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ননী – তাহেরর মামলার তদন্ত কর্মকর্তার জেরা ১৬ নবেম্বর

প্রকাশিত: ০১:২৭, ১১ নভেম্বর ২০১৫

ননী – তাহেরর মামলার তদন্ত কর্মকর্তার জেরা ১৬ নবেম্বর

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার রাজাকার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে প্রসিকিউশনেবর ২৩ তম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মো: সাজাহান কবিরকে জেরা করেছেন আসামী পক্ষের আইনজীবী। অসমাপ্ত জেরার জন্য ১৬ নবেম্বর দিন ধার্য্য করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো: সোহরাওয়ার্দী। তদন্ত কর্মকর্তা তার জেরায় বলেছেন ,১৯৭১ সালের ১৭ আগষ্ট মুক্তিযুদ্ধের সংঘটক মো:ফজলুর রহমান তালুকদারকে অপহরণ করে ত্রিমোহনী ব্রীজে নিয়ে নিয়ে তাকে গুলি করে হত্যা করে। ৪ অক্টোবর শহরের বারহাট্টা জিউর আখড়ায় সামনের রাস্তা থেকে ফুটবলার দবির হোসেনকে অপরহন করে মোক্তার পড়া ব্রিজের কাছে নিয়ে গুলি করে হত্যা করে। এ ছাড়া ১৯ অক্টোবর লাউফা গ্রাম হতে জাফর আলী তালূকদার , আ্ব্দুল জব্বার, এবং গুমুরিয়া ঝষিমিয়াকে আটক অপহরণ নির্য়াতন শেষে গুলি করে হত্যা করা হয়।
×