ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লগার-লেখক-প্রকাশ হত্যায় উদ্বেগ ইইউর

প্রকাশিত: ০১:২৯, ১১ নভেম্বর ২০১৫

ব্লগার-লেখক-প্রকাশ হত্যায় উদ্বেগ ইইউর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে ব্লগার-লেখক-প্রকাশ হত্যা এবং মুক্ত মত প্রকাশের পথ রুদ্ধ কিনা এসব বিষয়ে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে সাফ জবাব দিয়ে বলা হয়েছে বাংলাদেশ এসব বর্বরোচিত ঘটনাকে সমর্থন করেনা, সরকার কঠোর হস্তে সম্প্রাসীদের দমনে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া মুক্ত চিন্তা ও মত প্রকাশে হস্তক্ষেপ না করেই আইসিটি আইন করা হচ্ছে। দুই বছর পর বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সপ্তম যৌথ কমিশনের সভায় এসব বিষয় ব্যাপক আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে পাঁচ প্রকল্পে অর্থায়নের প্রস্তাবও দেয়া হয়। সেই সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে এসেছে আলোচনায়। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ইইউর পক্ষে নেতৃত্ব দেন জোটের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউগো অসটোটো। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য, আইন, ইআরডিসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×