ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারের নিরাপত্তা বাহিনী বিরোধীদল দমনে ব্যস্ত: হান্নান শাহ

প্রকাশিত: ০১:৪০, ১১ নভেম্বর ২০১৫

সরকারের নিরাপত্তা বাহিনী বিরোধীদল দমনে ব্যস্ত: হান্নান শাহ

স্টাফ রিপোর্টার ॥ সরকারের নিরাপত্তা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনে ব্যস্ত অভিযোগ করে এ কারণে দেশে কারো জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সরকারকে উদ্দেশ করে হান্নান শাহ বলেন, এক এমপি সাহেব গুলি করে শিশু হত্যা করছে, এমপির ছেলে গাড়ি চাপা দিয়ে মানুষ মারছে, এক মন্ত্রী সচিবালয়ের ভিতরে তার অধিনস্ত কর্মকর্তার কক্ষে ভাংচুর করে তালা লাগিয়ে দিচ্ছে। এগুলো কি সন্ত্রাসী কর্মকান্ড নয়? আইনশৃংখলা বাহিনীকে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। কারণ অধিকাংশ সন্ত্রাসী আওয়ামী লীগের। তাদের গ্রেফতার করা হচ্ছে না। তাই আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। এভাবে দলীয় লোকদের সন্ত্রাসী কর্মকান্ডে প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকান্ডের কারণে কোনোদিন হয়তো এ সরকার পুরস্কৃতও হতে পারেন। কারণ, এ সরকার পুরস্কার আর সার্টিফিকেট প্রাপ্তিতে সেরা। তিনি বলেন, সরকারের সমালোচনা করলেই বলা হয় আমরা রাষ্ট্রবিরোধী কথা বলছি। কিন্তু জাগ্রত জনতা রাস্তায় নেমে আসলে এই সরকার পালানোর পথ খুজে পাবে না। হান্নান শাহ বলেন, সরকারি দল সন্ত্রাসীদের আড্ডা খানায় পরিণত হয়েছে। আর শান্তি রক্ষার নামে পুলিশ সারাদেশে অভিযান চালিয়ে বাণিজ্য করছে। কতজনকে গ্রেফতার করবে? বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার পুলিশের রুটিন ওয়ার্কে পরিনত হয়েছে। ইতোমধ্যে ৩৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে রেখেছে। বিএনপি তৃণমূল নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগের মতো সন্ত্রাসী নিয়ে রাজনীতি করে না। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নতির দিকে যেতে শুরু করে। কিন্তু জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করায় জিয়া পরিবারের প্রতি আওয়ামী লীগের ক্ষোভ।
×