ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের মধ্যেই নূর হোসেনকে ফেরত দিচ্ছে ভারত

প্রকাশিত: ০৫:২৫, ১২ নভেম্বর ২০১৫

ডিসেম্বরের মধ্যেই নূর হোসেনকে ফেরত দিচ্ছে ভারত

বাংলানিউজ ॥ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাচ্ছে ভারত। বাংলাদেশের কারাগারে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিনিময় হিসেবে নূর হোসেনকে পাঠাবে ভারত সরকার। সরকারীভাবে নির্দিষ্ট কত তারিখে নূর হোসেনকে পাঠানো হবে সে ঘোষণা এখনও আসেনি। তবে একটি সূত্রের মাধ্যমে জানা যায়, ২ ডিসেম্বর পাঠানো হতে পারে নূর হোসেনকে। অন্য একটি সূত্র জানাচ্ছে, ডিসেম্বরের আগেই পাঠানো হতে পারে তাকে। নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার করে কলকাতার বিধান নগর পুলিশ। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা আদালতে নূরের বিচার চলছে। মনে করা হচ্ছে সরকারী তরফে আইনী বিষয়টি মাথায় রেখেই তাকে ফেরত পাঠানো হবে।
×