ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত ॥ নিহত ৯

প্রকাশিত: ০৫:৩৩, ১২ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত ॥ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দুটি আবাসিক ভবনের ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় এ্যাক্রন শহরের একটি বিমানবন্দরে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওহাইও রাজ্য হাইওয়ে প্যাট্রলের কর্মকর্তারা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনায় বিমানটির পাইলট ও সহকারী পাইলট এবং অজ্ঞাতসংখ্যক যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সূত্রগুলোর বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো নয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে। হাইওয়ে প্যাট্রলের মুখপাত্র লেফটেন্যান্ট বিল হেমাকের জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টায় বিমানটি একটি আবাসিক ভবনে আছড়ে পড়লে এটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি একটি দেয়ালে আঘাত করে আরেকটি ভবনের ওপর গিয়ে পড়ে। এলাকাটির সঞ্চালন লাইনেও বিমানটি আঘাত করে। বিমান বিধ্বস্তের সময় দুটি ভবনের কোন বাসিন্দা বাড়িতে ছিলেন না। নিচে থাকা অপর কেউ আঘাত পাননি। হকার এইচ২৫ ব্যবসায়িক জেট বিমানটি এ্যাক্রনের ফুলটন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সূত্র- ওয়েবসাইট।
×